গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Monday, 20 May 2024

ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মিশন আজ পূর্ণ হয়েছে: জাবেদ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার নির্বাচনী জনসভায় বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। তিনি গত ১৫ বছরে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে, গর্ব করার মতো অবস্থানে নিয়ে এসেছে। আজকে বাংলাদেশ স্বনির্ভর। ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মিশন আজ পূর্ণ হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। বাংলাদেশের মানুষ স্মার্ট জনগণ হয়েছে। টানেলের প্রথম উপকারভোগী আনোয়ারাবাসী। শহরের মানুষের বিমানবন্দর যেতে যত সময় লাগে তার চেয়ে অর্ধেক সময়ের মধ্যে আনোয়ারার মানুষ বিমানবন্দরে পৌঁছে যাচ্ছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় তৈলারদ্বীপ এরশাদ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বারখাইন ইউনিয়নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। বারখাইনের মানুষ দুঃসময়ে নৌকার পক্ষে ছিলো। উন্নয়নের কারণেই আজ মানুষ নৌকার পক্ষে অবস্থান নিয়েছে। চরম দূর্দিনে বারখাইনের মানুষ আমাদের পাশে ছিলেন৷ সেই সময়কার কথা আমি এবং আমার পরিবার সবসময় মনে রাখে। আমার বাবা সবমসময় আপনাদের পাশে ছিলেন আমিও আছি।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আগে ভাই-বোনের সম্পত্তি খেয়ে ফেলতো, বোনের সম্পত্তি নিয়ে ফেলতো। তাই আমি বর্তমান এবং ভবিষ্যত ঠিক করে যাওয়ার জন্য “দলিল যার জমি তার” আইন করেছি। কেউ অন্যায়ভাবে কারো জায়গা দখল করলে ৭ বছরের জেল। আমি থাকাবস্থায় এই আইনগুলো করে গেছি। নিজের নামে কেউ ৬০বিঘার চেয়ে বেশি জমি রাখতে পারবে না। ভূমি মন্ত্রণালয়কে একটা নিয়মনীতির মধ্যে নিয়ে এসেছি।

এসময় বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম.আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহাউদ্দীন খালেক শাহজী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।

সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

ইরানে জরুরি বৈঠক 

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার...

রাইসির মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত মোদি, শোক পালন করবে পাকিস্তান

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের...

রাইসির মরদেহ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের মরদেহ উদ্ধারের...

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান...

চকরিয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী...

ডিপজলকে শিল্পী সমিতির পদে না বসতে নির্দেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদী নির্বাচনে বিজয়ী সম্পাদক...

আরও পড়ুন

চট্টগ্রামে দ্বিতীয় ধাপে ফটিকছড়ি- হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় ভোট কাল

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল ২১ মে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় উপজেলায় ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।এরমধ্যে...

ট্রাফিক বিভাগের অভিযানে ১১৯০ টি গাড়ি আটক

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের টানা ১৯ দিনের অভিযান পরিচালনা করে মোট ১১৯০টি গাড়ি আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ।গত...

অভিযোগ প্রতিকার ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে পিআইডিতে সভা

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ মে রোববার সকাল সাড়ে...

৯০ বছর বয়সে চশমা ছাড়া করেন কাঁথা সেলাই

চট্টগ্রাম মহানগর এলাকার উত্তর কাট্রলির প্রশান্তি আবাসিক এলাকার মীনা হাউজ এর তৃতীয় তলা। রবিবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় দেখা মেলে ৯০ বছর...